এক ফালি কালো  মেঘ উড়ে আসে আকাশে  ,
মন ঘুরে মরে চা বাগানের দেশে আবেগে আবেশে ।
যত দাম্ভিকতা অহংকার জমা হয়েছিল  ,
সেই সব দেখি  এখন সস্তা হয়ে গেলো ।


পাহাড় এখানে চেনা বন্ধুর ,শান্ত ,নরম ,
বাতাস  তার  কাছে এসে স্থবীর  যেমন  ।
অঝোরে বৃষ্টি ঝরে পাহাড়ের গায় ,
বৃষ্টি শেষে সন্ন্যাসী রোদ নামে পাহাড় চূড়ায় ।


পরাজিত হও তুমি  জয়কে  কর অস্বীকার ,
মেনে নাও আজন্মগত  দুঃখকে তোমার  ।
যে উপত্যকা শিখালো তোমায় স্থির  শান্ত হতে ,
বল যত অভাব  অভিযোগ তার নিকট সাক্ষাতে ।


মন তোমার উপত্যকা বাইরে আনো তাকে ,
শরীর তাকে দাম্ভিকতায় আড়াল করে রাখে ।
ঘুরে দেখাও তারে মেঘ ,আকাশ ,মালভূমি ,
তবেইতো  পার্থক্য বুঝবে ঊপত্যকা তখনি  ।


          ***************


বিকাল -৩:০৫ মিনিট ।
২৯ /০৩ /২০২০ রবিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।