এসেছি হেথা যাব কোথা ,
মাটির পরে জন্মিলাম যেথা !
জন্ম নিয়ে জননী জঠরে ,
ভুমিষ্ট হলাম ধরা পরে  !
জন্মে কতকি দেখি নয়ন ভরে ,
পিয়াস না মিটল মনের রে !
বৃক্ষ লতা ফুল ফল ,
পুকুর দীঘি ভরা জল !


আসমানেতে সূর্য চন্দ্র গ্রহ তারা ,
আবেশে হলো তারা দিশাহারা !
বনলতা শোভে বনে ,
বৃক্ষে জড়ায় আপন মনে !
উদকেতএ খেলে মীন ,
হয়ে যেন মন উদাসীন !
পদ্মপাতায় নীরোপরে ,
অহি ভেক খেলা করে !


আহা ধরিত্রী কি সুন্দর ,
মোহিনী রূপ কি মনোহর !
যুগ যুগ  নয়ন  ভরে ,
সখ সাধ না মিটিল ওরে !


জন্ম নিলাম ধরিত্রী বুকে ,
কাটালাম শান্তিতে স্বর্গ সুখে !
ভবের বাঁধন আবার কবে ,
ছিঁড়ে চলে যেতে হবে !


**************
রাত্রি - ৮:০০ টা !
১৮ / ০৭ / ২৩ মঙ্গলবার !
কনকর্ড =শার্লোটে ( আমেরিকা )