মনের আনন্দে চলি ছন্দে
           হেথায় হোথায় ঘুরি ,
কি আছে ভবিতব্য
            চিন্তা নাই থড়ি ।
ভালো মশ্দ খাচ্ছে কত
              হোথায় তথায় বসে,
মিথ্যেবুলি ঝাড়ছে বুড়ো
               রাওয়াভাটের বেশে ।
ভালো মন্লের নাইকো বালাই
                    ভেকধারীর বেশ ,
মান সম্মান জলাঞ্জলী
                  দিয়েছে শেষ মেশ।
নিজের রেখে পরের খেতে
                  ভালোবাসে সদাই  ,
কর্তব্য করতে গেলে
                  ন্যাকামীর ভান দেখায়  ।
ভাজা মাছটি উলটে খেতে
                   জানেনা মনে হয় ,
কথায় কথায় মিথ্যা কথা
               শয়তানীতে তার জুড়ি কেউ নয় ।
এই চরিত্রের  মনুষ্য জীব
                  নাই খুঁজলে এ জগতে ,
এই চরিত্রের নির্লজ্জ মানুষ
                   আছে এই পৃথিবীতে  ?


         *********************
বিকাল - ৫ :২৫  মিনিট ।
০২ /০৫ /২২ সোমবার  ।
মেদিনীপুর  =  রবীন্দ্রনগর ।