জলে নামলে ভিজবে কাপড় জলেরি ছোঁয়ায় ,
তাই বলে কি জলে  তুমি নামবেনা সেই ভয় ?
ধরলে মাছ পাঁক ,কাদা,লাগবে সারা গায় ,
কাদা পাঁকের ভয়ে মাছ ধরবে না জেলে ভাই ?
ভালো কাজ করতে গেলে সমালোচনা হয় ,
সমালোচনার ভয়ে কাজ বন্ধ করে কেউ কি ঘরে  রয় ।
চলতে পথে উঁচু নীচু বন্ধুর পথ পার হতে হয় ,
সেই পথ পার হয়েই পথ অতিক্রম করতে হয়।


ঝড় ঝাপটা পতন উত্থান জীবন চলার পথে ,
তাই বলে কি জীবন থেকে কেউ পালিয়ে বাঁচে ?
ঝড় ঝাপটা যতই আসুক জীবন চলার পথে ,
সব কিছুই তুচ্ছ করে লক্ষে হবে এগোতে ।
চলার পথে ,জীবনে আসে কত বাধা ও বন্ধুর ,
তাই কি তুমি থাকবে থেমে পথ যে বহুদূর ।


চলার পথে আসবে কত প্রতিবন্ধকতা ,
সামনে তুমি এগিয়ে চলো এড়িয়ে সব বাধা ।
পেছনে তুমি ফেলে অতীত সামনে এগিয়ে চলো ,
অন্ধকার মুছে আবার নূতন প্রভাত এলো ।
যত কিছু বাধা বিঘ্ন তুচ্ছ করে যাবে ,
সামনে তোমার জয়ের নিশান দেখতে তুমি পাবে ।
অমার পড়েই পূর্ণিমা আসে সুনিশ্চয় ,
জন্ম মৃত্যু এই কথাটাই সত্যি তেমনই হয় ।


     *****************
বেলা - ১১:১৫ মিনিট ,
২৬ /০৫ /২০১৯ রবিবার ।
কোলকাতা ।