হিম্মত থাকে তো আমার রক্তে পথ রাঙিয়ে দে। 


আমি আবার ফিরে আসবো লাল পথের পাথুরে বীজ থেকে। 


লড়ে যাবো মৃত মুখেদের হয়ে। 


তোরা বোবা পাথর দেখেছিস, 


গড়েছিস বুক পকেটের জোরে পাথুরে রাস্তা। 


তোরা কচি ধানের বুকে আগুন দেখিসনি। 


দেখিসনি বোবা পাথরে গড়া পাহাড় পর্বত। 


সব দিন অধিকার ভিক্ষা বলে বাাঁচতে পারে না। 


একদিন আসবে পাথরগুল অধিকার চাইবে রাজপথের। 


সেদিন রক্ত জলের চেয়েও সস্তা।