শূন‌্য এই বিষাদের ঘরে,
কতশত বছরের জমানো স্বপ্ন,
দিন শেষের আলো নিভানোর মত,
নিভে যায়।
ও তো মরবেই,
ওকে মরতেই হত,
আজ অথবা কাল।
ঠিক ঠাক জীবন গুছানো হয়নি এখনও।
আলমারিতে সাজিয়ে রাখা হয়নি,
বিজয়ের ট্রফিগুলো।
আসলে কখন তো জিততেই পারিনি।
হারাদের পাশে এসে কেউ দাঁড়াই না,
না মানুষ, না সময়।
এবার আমাকে ছাড়তে হবে ছেলেমানুষিগুলো।
গলা টিপে মারতে হবে,
নিজের ভিতরে লুকানো শিশুটিকে।
ভালো থাকার চেয়ে বেঁচে থাকার সংগ্রামটাই যে মুখ‌্য।