প্রতিদিন পথ চলতে চলতে থেমে যায় তোমার দ্বারে।
তারপর কি মনে হতে দু-পা এগিয়ে আবার ফিরে আসি।
কড়া নাড়ার সাহস হয় না।
আমি জানি তুমি একমনে মালা গাঁথছ।
আমি আজও সংশয়ে দু-পা এগিয়ে আবার ফিরে আসি।
মনে হয় দরজা ঠেল লেই খুলে যাবে,
আবার মনে হয় হয়তো তোমার দরজায় আগল দেওয়া।
এ বুকে আজও দরজা ঠেলার সাহস হয়নি।
আমি জানি আর হবেও না কোন কালে।
বুক বেঁধে আশায় থাকি হয়তো, হয়তো একদিন
তুমি দরজা খুলে বাইবে এসে দাঁড়াবে।
আর পথ চলতি আমাকে দেখে
তুমি শেষ ফুলটি মালায় গাঁথবে।