বাংলার আকাশে তে,
নতুন সূর্য উঠে
মুছে দিয়ে যাবে ওই রাতের অন্ধকার।
পূব থেকে পশ্চিমে,
বাংলা ঠেকবে গিয়ে,
রবে নাকো কোন বাধা আর।
               আমি বাংলার,
                 তুমি বাংলার।


মনের দোয়ার খুলে,
বাধা আর ভেদ ভুলে,
সব কিছু মিলে মিশে হবে একাকার।
একুশের জয় গানে,
বাংলার সম্মানে,
মুছে যাবে দুই বাংলার কাঁটাতার।
                  আমি বাংলার
                  তুমি বাংলার।