কোথায় চল্লে কাকা
কাকা বলল 'চললাম ঠিকানার খোঁজে'।
আমি বললাম 'তোমার ঠিকানা তো বর্ধমান।'
কাকা বলল ' সে তো দেহের ঠিকানা
নিজের হল কই।'


তারপর হঠাৎ একদিন দেখা হল
হাওড়া লোকালে।
আমি হাত নেড়ে বললাম
'কাকা ঠিকানা পেলে।'
কাকা বলল হাঁটছি, আর শহর জুড়ে
মৃত মুখের মিছিলে আজও ঠিকানা
খুঁজে চলেছি।'


অনেক দিন পর শুনলাম
কাকা লোক থেকে পরলোক হয়ে গেছে।
আমিও ছেলে থেকে লোক,
লোক থেকে পরলোকের দিকে এগিয়ে চলেছি।
সময়ের সঙ্গে আমিও একসময়
ঠিকানা খুঁজে চলেছি।
এক পা করে পরলোকের দিকে এগিয়ে চলেছি
আর ঠিকানা খুঁজে চলেছি।
ঠিকানা...........