তুই বৃষ্টি ছুঁয়ে বলেছিলি,
তুই আমার প্রেমিক হবি?
তখনও আমার বুকে
বৃষ্টিকে ভাললাগা জন্মানি।
আমি বলেছিলাম ধ্যাত
কি যে বলিস।
আমি তো তোর বন্ধু হই।
প্রেমিক হবো কি করে।
তুই বলেছিলি ভাল বন্ধু না হলে
কি ভালবাসা যায় ?


তারপর আমার বুক আকাশ হল।
অকারণে মন খারাপ জন্মাল।


একদিন না পেরে
তোর কাছে ছুটে গিয়েছিলাম।
পাথর ভাঙা শব্দ নিয়ে বুকে।


সেদিন একই রকম বৃষ্টি ছিল।
তুই জানলায় দাঁড়িয়ে
বৃষ্টিকে ছুঁয়ে ছিলি আলতু ভাবে।
আমি তোর খোলা দরজায় দাঁড়িয়ে বলেছিলাম,
আমাকে ভালবাসবি আগেত মত।