বসেছিলাম যেথা আকাশ মিশেছে দীঘির জলে
সবুজ ধানের খেত হাওয়ার পরশে কথা বলে।
কুঞ্জে কুঞ্জে ভ্রমরের আনাগোনা
একান্তে নিস্তব্ধতায় কান পেতেশোনা।
রাখাল বালক নামে নদীর ঘাটে
সবুজ দেশে সূর্যি নামে পাটে!
সন্ধে হলে পথ ঘাট হিমে ঢাকে মেঠো বাড়ি
পাখির দল দেয় অবশেষে নিজ দেশে পাড়ি।
অন্ধকারে তারা সাজে আকাশ ভরে;
ভোরের কোয়েল গান পাতে নিজ সুরে।
মাঠে পথে ঘাটে ভরে নবীন আলো
বিন্দু বিন্দু জলকণা ঘাস বুকে ধরে দেখতে লাগে ভালো!
নদীর ঘাটে নৌকা নামে সকাল হলে
সবুজ মাঠে চাষি নামে ক্লান্তি ভুলে।
গরুর পাল সঙ্গে রাখাল দেয় পাড়ি
সন্ধে হলে ফিরবে রাখাল নিজ বাড়ি।