পাখী তুই যা যারে উড়ে দুরের নীড়ে
   এই ডালে আর থাকিস নারে
    এই খানে তুই টিকবিনারে।


    এই ডালেতে কাটায় ঘেরা
     এ যেন এক আজব পাড়া।
     মিছেই হবি দিশেহারা।


পাখী তুই যা যারে উড়ে,
যা নারে তুই যারে উড়ে l


     মুখ থুবরে যাবি পরে
    পালকগুলি যাবে ঝরে
    বিষণ্ণতা থাকবে ঘিরে।


পাখী তুই যারে উড়ে,
যারে যা,যানা উড়ে l

    দুঃখের মাঝে মন হাড়িয়ে
     সারাটি ক্ষণ ক্লান্ত পায়ে
     থাকবি কেন বন্দী হয়ে।


পাখী তুই যারে উড়ে,
যারে পাখি যারে উড়ে l


   শ্বাস নিবি বল কোন বাতাসে
   বাতাস এখন  নোংরা  হয়ে,
   ধুলো,বালি, সীসায় মিশে।


পাখী তুই যারে উড়ে, দুরের নীড়ে
   এই আজবের পাড়া ছেড়ে।