পুড়ে পুড়ে অন্তর যদি কয়লা হয়
তবে তার পুড়ে যাবার আর কি ভয়?


দুঃখ,
আর আমায় দেখিওনা ভয়।


আর  কাঁদাতে পারবে না আমায়
কোন বেদনার হিংস্র থাবায়।
যতই তুমি আঁধারে ফেলো,
মাঝ সাগরে যতই নাওনা আমায়।
সেথায় গিয়েও খুঁজবো আলো
এক কোটি  যন্ত্রনায়।
কতইবা আর  পুরাবে আমায়
আমার আর পোড়ার নেই ভয়।
আজ আমি শিখে গেছি,
এই বুকের মধ্যখানে  
কিভাবে পাথর চাপাতে হয়
আজ আমি জেনে গেছি।
দুঃখপথের অলিতে গলিতে
কিভাবে পথ চলতে হয়।
তাই আমার নেই কোন ভয়
আর কত পোড়াবে আমায়।


মাঝ সাগরে কাটবো সাতার
ডুবে যাবার নেই ভয়।
আর কত ডুবাবে আমায়
সলীলতলের সবুজগুলোও
এক এক করে চিনেছে আমায়।
বলো, আর কত ডোবাবে আমায়?
(রচনাঃ ১১/০৬/১৪ রাত ১০ টা ৪৫)