আপন মানুষ নয়গো আপন
আমার আপন ধরায়,
মাঝে মাঝে এই হৃদয়ে
এমন উদয় হয়।
কখন বা দুরের মানুষ
কাছে এসে যায়
দুর থেকেই আশা-সাহস
শুধু দিয়ে যায়।
আপন-পরের হিসেব নিকেশ
তখন এসে যায়,
দুর মানুষই আমার তখন
আপন মনে হয়।


গহীন বনের মধ্য পথে
আপন যদি সঙ্গী না হয়,
এই আপনে কি হয় তবে
এমন আপন দুর মনে হয়।