নিঃশব্দে নিশাচর নয়ন ভিজিয়ে
নিশীথে হাঁটছে একা নিজেকে হারিয়ে
নবক্ষণে কারো সনে বলবে না কথা
নিত্য চিত্ত তার পুড়ছে অযথা।
কেন এত অভিমান, কেন একা চলে
হৃদয়ের সাথে কেন এত খেলা খেলে?
কেন এত সপ্ন?  কেন তারে পুষে?
এত কেন দেখতে সে তারে ভালবাসে?
নিরবধি সুনিয়তি  নেই তার সাথে
তবু শুধু ঘর বাঁধে দুর্গম পথে।
জানে তবু কেন সে স্বপ্নকে ডাকে
আসবেনা তার ডাকে আলো দিতে তাকে।


তবু কেন কেউ যেন বোকা মনটাকে
আশা দেয়,  ভাষা দেয় নিরাশার ফাঁকে?  
(রচনাঃ ৬/০৮/১৪)