নদী তোর নামটা কি
ঠিকানা তোর কোথা?    
তোর মতই বইতে চাই
আমি যখন যেথা।


আমার চলা-তোর চলা
হয়না কেন এক?
আমার চলায় শত বাঁধা
সমস্যার এক ঝাঁক।


ঝৈ-ঝামেলা, পেট চালানোর
চিন্তা কোনই  নাই,
তোর মত এমন জীবন
আমি কোথা পাই?


ও নদী, আরে ও নদী,
তুই দে না আমায়
তোর চলার ঐ গতি,
একটু দে,
আর দে না আমায়
কি আর এমন ক্ষতি?