সীমান্তে কাঁটাতারে রোদেলা দুপুর
নাচ নেই, নেই গান ঝরেছে নূপুর।
চল তারে নিয়ে আসি আমাদের ঘরে,
নইলে বিকেল হলে সবই যাবে ঝড়ে।
কার সাথে শত্রুতা, কার সাথে আড়ি?
স্বার্থপরতা নিয়ে  কেন  বাড়াবাড়ি?
মায়ের পরনে দ্যাখো  স্বর্ণালি শাড়ি
মন্দ দ্বন্দ্ব আর কোলাহল ছাড়ি।  
(১২/১১/১৪)