তোর ঐ মায়াভরা মিষ্টি একটা মুখে
সকল দুঃখ ভুলে যাই এক পলকের সুখে।
তুই যে আমার আদরের ছোট্ট একটা বোন
সবার চেয়ে ভালবাসি তোকেই আমি শোন।
অনেকটা দিন পার হল আজ বুলাইনি হাত মাথায়
তাইতো আমার দুঃখ যেন ঢেউ খেলে যায় কথায়।
একদমই যে আলাদা তুই সবার মত নয়
তোকে আমার করতে খুশি সামান্যতেই হয়।
তোর চাহিদা সামান্যই, সহজ সরল স্বভাব
অভিমান তোর আসেনারে সইতে হলেও অভাব।
কারো সাথে নেই বিবাদ, একেবারেই চুপচাপ
নেই উচ্চস্বর, নেই ঝগড়া, নেই অযথা প্রলাপ।
এমন লক্ষ্মী বোনটি বল, কয়টা ভাগ্যে হয়
যুদ্ধ ছাড়াই করলিরে তুই ভাইয়ের হৃদয় জয়।


সবদিক যদি রাত হয়ে যায় তুই যে আমার প্রভাত
তাকালে তোর মায়ামুখে বেদনারও ভাঙ্গে দুহাত।
কোথাও আবার যাসনা যেন এই ভাইকে ছেড়ে
থেকেই নাহয় যাস না তুই হৃদয়ে আসন গেরে।
(রচনাঃ ৩০/১১/১৪, বিকেল ৪টা ৭)