কথার রাজা কেরামত, সারাদিনই কথা
তার পাশে সব শ্রোতাবৃন্দ; কান হয়ে যায় ব্যথা।
ক্লাস এইটে পড়ে মশাই, সাই সাই করে হাটে
পড়ার চেয়ে কথা নিয়েই মশাই বেশি খাটে।
পৃথিবীর সব কথার জাহাজ ভিড়ে তার ঘাটে
কথাগুলো যায় না কেটে, রাত শুধু যায় কেটে।
সারাদিনই কানের কাছে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ
কথাগুলি লাফিয়ে বেড়ায় যেন হাজার ব্যাঙ।
সব কিছুতেই বিশেষজ্ঞ কথার মহাশয়
ব্যখা আর বিশ্লেষণ হয় বা নাই হয়।
কথা দিয়ে করবে রাজা সারা বিশ্বজয়
হায়রে মশাই কথার ভীরেই হারিয়ে না যায়।