চোখের সামনে জীবন্ত স্বর্গ আমার, চোখের সামনে স্বর্গ-সুখের বাহার।
আমার পাপ আমায় বলেছে, আমি নাকি পাবনা স্বর্গ;
আমায় নাকি জ্বালাবে নরকের অগ্নিকুণ্ড।
ভুল বলেছে, স্বর্গ আমার হাতে,আমায় কখনো দিবেনা জ্বালাতে।
মহাসাগর সম মমতায় আমার স্বর্গ ডাকছে আমায়,
খোদার দেওয়া ভালোবাসায় আমার স্বর্গ ডাকছে আমায়।
শুধু হাত বাড়ানোর অপেক্ষা আমার, অপেক্ষা স্বর্গের মহাসম্মান দেবার।
আমার নেই ক্ষমতা স্বর্গকে দেবার, তবুও দেব যদি প্রাণও হয় দেবার।
আমার কষ্ট স্বর্গকে কাঁদায়, হাসিতে হাসে সে,  ভেঙ্গে পরে বেদনায়।
অর্জনে প্রেরণা দেয়, স্বপ্নে সাহস যোগায়।
সারাক্ষণ চোখে চোখে রাখে আমায়, আড়ালে গেলে দিশেহারা হয়।
সেখানে নহর বয় নিঃস্বার্থ ভালোবাসায়,
খোদার আরশে আমারই জন্য বিছানা সাজায়।
আমি এমন স্বর্গ পেয়েছি খোদার কৃপায়
এমন স্বর্গ কোথায় হয়? কোন গ্রহে, কোন নীহারিকায়?
না, এমন স্বর্গ পৃথিবীতে,হাত বাড়ালেই পাওয়া যায়;
আমি পেয়েছি,তুমিই আমার স্বর্গ মাগো, তুমিই আমার স্বর্গ।