হৃদয় যমুনায়  হাজার  স্রোত , কত  বেদনায় উথাল পাতাল,    
কেন  হাহাকার বেলা অবেলায়,  কোন অভিমানে বিমুখ হয়ে,
দীর্ঘশ্বাসের প্রলয় বাজিয়ে,  কোন সংগীতে সুর দিয়ে যায়,
চুপি চুপি শুধু  বলে সে আমায়।
দূর গা পথে কার পার ছাপ,  কি তার পরিমাপ, দৈর্ঘ্য-প্রস্থ, ক্ষেত্রফল,
কোন প্রহারে যন্ত্রণা নিয়ে এঁটেল কাঁদায় চারুকলা হয়।
অবলীলায়;  চুপি চুপি শুধু  বলে সে আমায়।
মনমরা হয়ে কখন আকাশ সিক্ত করে ধরণীতল, কিছুটা সময় অবিচল,  
কতটা বাষ্পে কফোঁটা ঝরায়,কতটা আবার রাখে সঞ্চয়।  
কাউকে বলেনা ; চুপি চুপি শুধু বলে সে আমায়।  
শহরতলীর  শিল্পী-পাখী, সঙ্গী করে উঁচু-নিচু ডাল;  
কত রঙ্গে, কত ছবি, কতটা পাতায় চিত্রিত হয়,
চুপি-চুপি শুধু বলে সে আমায়।


আমার কলমে অনেক কালি, শেষ হয়নি সব কথাগুলি,
অনেক কথা এখনো বাকি, অন্তর  শুধু বলতে চায়।
কখনো কাজী,  কখনো  শরৎ, কখনো রবি সামনে দাড়িয়ে
নতুন কোন মহাকাব্য ওদের জন্য লিখে দিতে চায়;  
চুপি চুপি শুধু  বলে দিয়ে যায়।