বেঁচে আছি, তো আছি এক পেয়ালা চায়ের জন্য।
এক চুমুকে দুঃখ ভুলে, দুই চুমুকে পাচ্ছি তোমায়
তিন চুমুকে বাজলো বারো, চার চুমুকে রাত্রি কাবার
পাঁচ চুমুকে সূর্যু মামা হাত বাড়িয়ে জানাচ্ছে হাই
ছ’ চুমুকে ফিরেছো পাশ চোখের কোণায় পড়লে আলো
সাত চুমুকে এল্যার্ম রুখে আট চুমুকে খাট ছেড়েছি
ন’ চুমুকে খেলাম চুমু তোমার ঠোঁটের একটু নিচে
দশ চুমুকে নাস্তা এলো, এগারো গেলো কাজের কথায়
বারো নম্বার চুমুক দিতেই, চা ফুরিয়ে হাট্টিমাটিম
তেরো নাকি আনলাকি খুব, তাই পেয়ালার কারসাজি এই
চা ছাড়া এ দিনটা যেন রাতের চেয়েও অনেক কালো।  


২৮ জানুয়ারি, ২০২৫।