চারিদিকে শুধু দেখছি যুদ্ধ
হতেও তো পারি আমি বুদ্ধ,
কে জানে এই জীবনচক্রে
কার হবে জয় কে যায় হেরে!


শেষ রাতে এ ঘোরের ফেরে
ঘুরছি পুরো জগৎ জুড়ে,
বিগ ব্যাং না ব্যাঙের ছাতা
পাতায় পাতায় ধ্বংস আঁকা।


বলবে তুমি বিপ্লবী হও
হে প্রেমিক-এ-আসমানী,
প্রলয় নয় এ বেদনা জ’নের
জীবদাতা এ মা ভবানী!


আমি কি আর বলবো রে মা
অসুর যদি হয়ও বিনাশ,
তুমি থাকবে স্বর্গে দেবী
আমরা হবো জাহান্নামী!


কোন আগুনে পুড়ছি জানো
কোন অনলে জ্বলছে দেহ,
এ তো তোমার রাগের আগুন
পারলে জ্বালাও কামের জ্যোতি।


ফকির হওয়ার আর কি বাকি
লুটলো মিলে সুন্দরীগণ,
মাতাল হয়ে বকছি বাজে
পানশালাতে সবই ফাঁকি।


৯ অক্টোবর, ২০২৩