জিন্দেগী না— এইডা আমার কীটপতঙ্গের জান
মইরা গিয়াও বাইচা আছি ভাইঙ্গা দুইখান ঠ্যাং।
ট্রাকের নিচে পড়ছি চাপা, রেলে পড়িনাই
হাসপাতালে ক্যামনে যাইয়াম— টাকাকড়ি নাই!
হইলাম আমি মুখ্যুসুখ্যু রেকশার ডেরাইভার
ট্রাকওলায় মাইরা দিলো— না পাইলাম বিচার।
এহন আমার কি অইবো ভাই সংসার চালাইবাম
দুইডা টাহা না দিলে ভাই না খাইয়া মরবাম।
দ্যান যদি মা একটা টাহা, পাইবেন সত্তুর গুণ
কতো তো হায় উড়ায় দিলেন খাইতে পান আর চুন।
আমার ঘরেও বৌ-বাচ্চা ছাওয়াল-পাওয়াল আছে
ল্যাংড়া হইলেও তাগো আজো আমার পালা লাগে।
ভাইজান-ভাইজান, আম্মাজান, শুইনা যান বাজান
ছেঁড়া জামার মইধ্যেও দিলডা সুগন্ধি বাগান।
একটা টাকা দুইডা টাকা— মনে যা চায় দ্যান
আপনাগোরই দোয়ায় আমার জানডা কুরবান।



—২০ জুন, ২০২৩।