সখি, নাহি প্রেম নাহি, হয়ে গেছি কুতুব মিনার
বোকা হইয়া খাড়াই আছি, পড়ে রৌদ্র-জল
ভিইজ্যা গ্যাছে পাথর আমার, জ্বলে নাহি আর।।
(আহা জ্বলে নাহি আর)
বারবার আইসা ফটো খেচে কোন আহাম্মক!
এসিড ঢাইলা জালাই দিমু তাহার দুইডা চোখ
সারা জীবন কান্না কইরা কইরতে হইবো শোক।।
(আহা কইরতে হইবো শোক)


সখি, নাহি প্রেম নাহি, হয়ে গেছি টিনের তলোয়ার
জাদুঘরে সাজাইয়া দেছে সুলতান টিপুর নাম
থাকতে গিইয়া সাইজা আমার হইয়া গ্যাছে কাম।।
(আহা হইয়া গ্যাছে কাম)
জং-টং-তং ধইরা সারা গাত্রে রঙের বেলাসফেমি
ফেমি-নাজ্জি আইসা তাতে লাগাইয়া গ্যাছে কালি
ধার দেওনের দরকার আবার ঘইষ্যা ঘইষ্যা বালি।।
(আহা ঘইষ্যা ঘইষ্যা বালি)


সখি, নাহি প্রেম নাহি, হয়ে গেছি জ্ঞানের জাহাজ
বিশাল বিশাল তুলছি ফেনা কইয়া জব্বর বাত
শেষ হইতোনা জিন্দেগিতেও এইরহম বাহাজ।।
(আহা এইরহম বাহাজ)
তেলে জল মিলাইয়া দেখাই আজব কেরামতি
বিদ্যুৎ খেইলা বুদ্ধিতে মোর এমন হইছে গতি
ফুলা পেয়ারা এক ফুঁয়েতে হইয়া যাচ্ছে বতি।।
(আহা হইয়া যাচ্ছে বতি)


সখি, নাহি প্রেম নাহি, হয়ে গেছি বিরাট মিনিস্টার
গাড়ির উপরে বাতি ঘুরাই হুক্কা হুক্কা হুয়া
চ্যালচ্যালাইয়া ছাড়তে মজা পাইপের কালা ধুঁয়া।।
(আহা পাইপের কালা ধুঁয়া)
আগেপিছে পুলিশ আমার হেইয়া লম্বা ফেউ
কনভয় দেইখা মনে হইবো জলোচ্ছাসের ঢেউ
কইরতে কিছু পারেনা তাই করে লোকে ঘেউ।।
(আহা করে লোকে ঘেউ)


১২ এপ্রিল, ২০২৩