আমরা যারা বেকার তিংগা ভাত নাই এই প্যাটোত
মটাৎ মটাৎ ভাইংগে ব্যথা মেরুদণ্ডের হাড়োত,
হাঁটতে গিইয়ে যাচ্ছি পইড়ে— উঠবার নাই জো
তার উপরে একশো কেজি কচ্ছো “মাথায় থো”,
ইরাম করলি যাবো কনে কও দেখি ও ভাই
নয়তো ক’লি ঝাপ দি মরি নীল পাহাড়ের খাই!
তাতিও যদি গাইল দাও হায়, মইরাও নাই শান্তি
চোখের পানিও শুকাই গেছে, আর পারিনা কান্তি।


যোগ্যতা দি’ পাচ্ছিনে তো কোনো ঢঙ্গের কাজ
মামা-খালু-পয়সা ছাড়া কেউ গোনেনা আজ,
দোরে দোরে ঘুইরে ঘুইরে ছিঁড়ে যাচ্ছে জুতো
গর্তে পড়া হাতির মতো খাচ্ছি ছুঁচোর গুতো,
তাই যদি দাও জুগাড় করি এট্টা সোনার চাহরি,
সাদা খাতায় সই দি দেব— জান দি দেব বেহরি।  


২৫ আগস্ট, ২০২৩।