যেদিকে ফেরাই আঁখি
তুমি আর তুমি
মিশে আছো গাঙুরের জলে।
এদিকে বেদনা বয় শিরায় শিরায়
রক্তের ভেতর ঢোকে মদের চালান
কেননা তুমি নেই কাছে।
তোমাকে ভালবাসি, ভালবাসি বলে
গাঙুরের জল ভেবে পান করি
আঙুরের পানি;
সারারাত কেটে যায় তোমাকেই চেয়ে,
ভোর হলে শুরু হয় দিন
অশ্রু ফোঁটায় ফোঁটায়,
আমি সূর্যের কাছে গিয়ে দেখি তুমি
তুমি যেন ফুটে আছো রক্তিম আভায়।
এরেই কি ভালবাসা কয়
নাকি ভালবাসা এসে
গানেগানে বাঁধে বাসা
তারপর ফিরে যায় পাখিদের সন্ধ্যায়?


আমি যেদিকেই পাতি কান
শুনি তোমার প্রতিধ্বনি
ভেসে ভেসে যায় মেঘের গর্জনে।
ওদিকে পাহাড়ের নিচে সংঘাত,
ঝর্নাধারার মতো বয়ে যায় খুন
কেবল তোমাকেই কাছে পাবে বলে।
ভালবাসি বলে, তোমাকেই ভালবাসি বলে
আমি বজ্রপাতের ব্যথা বুক পেতে নিই
মেঘের গর্জন ছুঁতে পাবো ভেবে;
বরষার মৌসুম কেটে যায় একা,
শীত এলে শিশির পড়ে ফোঁটায় ফোঁটায়
আমি খোলা গায়ে বসে থাকি
ফাগুনের জন্য,
বসন্তের ফুলে তুমি
জেগে ওঠো তোড়ায় তোড়ায়।
ভালবাসা কারে কয় কিছু জানিনাই,
গরমের ফল নাকি শরতের কাশে
কোথায় আবাস তার কিছুনা বুঝে
আমি ষঢ়ঋতু পড়ে থাকি
তোমার আশায়।


১ জুন ২০২১