বারবার বোধকরি আমি এক বোকা
বড়দের দুনিয়ায় ছোট এক খোকা।
প্রতিদিন গুলে ফেলি কোনদিকে গোল
বলার সুযোগ এলে খোয়া যায় বোল।
এইরোজ পৃথিবীতে ঠাঁই নেই সরলের
মরারও জো নেই, যে দাম গরলের!
যোগ-বাদ-গুণ-ভাগ সবকিছু ধোঁয়াশা
গ্রীষ্মের সকালেও চারিদিকে কোয়াশা।
ভেবে কিছু পাইনা কোথায় কি করি
হবে কিছু তবে কি যদি গুরু ধরি?
মাস্টার অমনি ছুঁড়ে দিলো ডাস্টার,
দাফন কোথায় হবে জ্যান্ত এ লাশটার?


১৯ মে ২০২২।