এক পা এগোচ্ছি
তো পেছোচ্ছি দু’পা।
যেন অংকের সেই বানর আমি
উঠতে গিয়ে পিছলে পড়ি
তৈলাক্ত বাঁশের মাথা।
খুব ধরেছে কপাল আমার
কোন দুঃখে এমন পথে
এলাম আমি পড়তে ধরা।
পড়বি-না-পড় বাঘের মুখে
খুঁজছি গরু খড়ের গাদায়
সুঁচের মতোই ফুটছে বুকে
বাঘ মামাটার নখের থাবা।
হুক্কাহুয়া হুক্কাহুয়া
ডাকছে দেখি শেয়াল মশাই
ছন্নছাড়া ছাত্র স্যারের
ষাঁড়ের মতোই দিচ্ছে ধাওয়া,
কোন দিকে যাই
কোন দিকে যাই!
সবখানেতে কুমিরছানা
হা করেছে বিশাল বড়ো,
আস্ত একটা বাচ্চা হাতি
এদের কাছে মাছের পোণা।
মাফ কর ভাই, মাফ কর ভাই
আর পারিনে থাকতে আমি,
করতে আছে কাজ
এবার রাঁধা শেষ না হলে
পড়বে মাথায় বাজ।
১৭ এপ্রিল ২০২৫।।