সেদিনের বন্ধু, যদি হয় বল্টু
একালের পল্টুরা বাদ যাবে কেন!
আজকের নায়ক কাল খলনায়ক হবে
আজকের লেলিন হবে কালকে মলিন;
যারা আজ হাত ধরে বসে আছে হাত
কাল ছাড়াছাড়ি হবে, ছোড়াছুড়ি পর্শু
বিপ্লব হয়ে যাবে তর্শু বেহাত।
এভাবেই বিভেদের গ্যাঁড়াকলে পড়ে
স্বার্থের হানাহানি পৃথিবীকে লোটে,
কিংবা এ বিভাজন তখনই যখন
লভ্যাংশের কড়া অংকো না মেলে।
হিসেবের খাতাতে বাইনরি জনগণ
বজ্র আঁটুনি করে ফসকা গেরে
মেরে ফেলে তাহাদের
জীবনটা যাহাদের দান!
আমি জয়গান গাবো কার
তারছেঁড়া সব শালা শকুনের দল!
তাই এই কবিতায় ভবিষ্য বলে যাই
পুনর্বাসিত হবে নেকড়ের দল,
আজকের খুনিদের বিচারের দাবি তুলে
গালি খাবে কালকে হরিণের পাল;
ঠিক সেভাবেই, যেভাবে আজকে
হায়েনার ফাঁসি কেন চেয়েছিলো এই অপরাধে
তুলে নেয়া হচ্ছে একদল ছাগলের ছাল।

১৬-০৩-২০২৫।