দাও দাও দাও শিঙায় ফুঁক, যুদ্ধ করো হেই শুরু
কাঁপবে মাটি কাঁপবে বুক, হাত কাঁপবে না গুরু।
রাখে আল্লাহ মারে কে— তিনিই মহাপ্রভু যে
আমরা তো ভাই করছি লড়াই তারই আদেশে!
কারবালার প্রান্ত হোক কিংবা ওহুদ-বদরের
যে লড়তে থাকে শেষ অব্ধি সেইতো আসল বীর রে।
মৃত্যুই যদি শেষ না হয়, তবে কেন ভয় পাবো
জিততে যদি নাও পারি, লড়তে আমি তাও রবো।
যে পালায় এ রণ থেকে, সে আসলে ভীরু রে
শিরদাঁড়াহীন জীবনের হয়না কোনো-ই মানে।
রক্ত যদি লাল হয় তো, রাঙাও আজ এ ধার্তীরে
দূর করে দাও ধূসরতা, আনো আজ ক্রান্তি রে!
মানবতার, ভালবাসার দোহাই দিয়ে যে রোখে
তাড়াও তাকে ধুর করে আজ, বিদ্রোহী হও সেই শোকে।  


২৪ মার্চ, ২০২৩।


ভারতীয় অভিনেতা, কবি, নাট্যকার, গায়ক ও সুরকার পিয়ূশ মিশ্রার (Piyush Mishra) লেখা “আরম্ভ হে প্রচণ্ড” (২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত অনুরাগ ক্যশপের সিনেমা ‘গুলাল’-এ ব্যবহৃত) গানটির বাংলা ভাবানুবাদ বা সংস্করণ।