আমরা কোনদিকে যাচ্ছি, পথ?
একদিকে তাকাও, দ্যাখো, হতাশার জঞ্জাল—
আরদিকে আছে ঠাঁই? আশায়?
আমরা কোনদিকে যাচ্ছি, পথ?
নতুন আঁধার গেলো ডানে
সদ্য বিভ্রাট দ্যাখো বামে,
পূর্বের নীলাকাশ—
পশ্চিমে সূর্য? ডোবে নাকি ওঠে—
                            বলো দেখি ছাই!
যে পন্থে ক্ষান্ত হয়ে আসিয়াছি ফিরে
সেদিকে তাকাও, দ্যাখো, কাঁটার বাগান;
ফুল হাতে যাচ্ছে রাখাল— কিন্তু কোথায়?
                       |
                       |
                       |
আমরা কোনদিকে যাচ্ছি, পথ?
কোন দিকে গেলে পাবো পুরোনো মোজার গন্ধ
কোন গুহায় লুকায়া রহিয়াছে সান্টাক্লস?
কোন পথে মহাদেব থাকে, হ্যাঁ?
সপ্ত আসমান শেষে খোদার আরশ কোথায়?
                       |
                       |
                       |
                আমি ক্লান্ত কি নই?
        তুমিও কি হওনাই হয়রান?
      নাকি সুস্থ পুচ্ছ রহিয়াছে তাই
         কুক্কুরের মতো খালি লেজ নাড়াও?—
আমাকেও করিয়াছো, বাহে, মারিয়াছো ম্লেচ্ছ বায়!
                       |
                       |
                       |
কোন পথ আছে, তুমি বলে দাও, হে পথ—
আমি সেইদিকে যাবো!
নতুন বসন্ত আসুক-না-আসুক শ্যালক
আমি গাহিতেই রবো আজ নব্য ওঠা ফাগুনের গান।


১ জানুয়ারি, ২০২৪