আমার ফ্রেন্ডলিস্টে আছে কিছু হতভাগার দল
সত্যি কথা বলার তাদের একটুও নেই বল।
সত্য যদি বলতে না চাস, সমস্যা নাই আমার
তাই বলিয়া চাটার বেলায় লাজ হয়না চামার!
চামার জাতি খুব জরুরি, শ্রদ্ধা করি তাদের
মাফ করে দেন, ঝামেলাটা কথ্য ভাষার ফাঁদের।
আমার তো ভাই চাটতে দেখে ভীষণ জাগে ক্ষোভ
এই দুনিয়ার মোহ-মায়ায় এতোই তোদের লোভ!
হ গে তোরা বস্তুবাদী, আমার কি যায় এসে
তাই বলিয়া বস্তুটাকেও ফেলবি জুতোয় পিষে!
হোসনা যতোই বাঁদর-ত্যাদোর, বদ কিংবা খাটাস
কোন খেয়ালে নিজের ভূঁড়ি নিজেই বসে ফাটাস!
ভীরু তোরা জানি আমি, লোভীও সেটা মানি
কর্পদক-জ্ঞান-হীন ভাবের বেলায় জ্ঞানী!
ধরন দেখে স্ট্যাটাসের খুব মনে হয় ভালো
চরিত্র যায় অন্ধকারে থাকুক যতোই আলো।
তোদের আমি ঘেন্না করি এমনতো নয় কথা
তবু তোদের ভন্ডামিতে বিগড়ায় এই মাথা।
ভজগে বসে মুন্ডু-কাটা, ঝাপ দে কূয়োর জলে
আর আমি না ভুলছি তোদের শয়তানি আর ছলে।


২২ জুন ২০২৩।