ধ্বংস করে-ভস্ম করে-নষ্ট করে দুনিয়া
কষ্ট করে পাচ্ছি যা তা কেড়ে নেয় এ সভ্যতা।
জায়গা আমার জমিন আমার,
মালিক সাজে অন্য কেউ
বলতে গেলে তাদের কিছু
ডিঙি আমার ডোবায় ঢেউ।
পায়ের নিচে মাটি তো দূর— কাদাও নেই  
এমন আমার অবস্থা,
তার মধ্যেও ফাটায় বোমা
রোজরোজ এই ব্যবস্থা!


আর কতোকাল সহ্য হবে— ধৈর্য্য ধরে ফেলবো ছিপ
সেন্সরও এক হতোচ্ছাড়া— গালির জাগায় লাগায় বিপ।
মুখের ভেতর কুলুপ আঁটা, পেটের ভেতর মরিচ বাঁটা
কাঁটা ঘায়ে নুন ছিটিয়ে ব্যাটারা তাও মারছে ঝাটা!
আর হবেনা আর হবেনা— আর মানিনা ছ্যাচড়ামি
মুরোদ আমার যদিও নেই— দেখাবো তাও গোয়ার্তমি;
শিশ করবো মুখের উপর, বিষ খাওয়াবো খবিশদের
শিক্ষানবীশ বাগীশ হবো, করবো ওদের বেয়াক্কেল।


২৩ জানুয়ারি, ২০২৩