'' আমি '' আমার '' আমাকে ''
--- ডলি পারভীন


আমি, আমার,আমাকে
এই তিনটা শব্দ ভাবায় খুব
যখনি কোনো ভালো কি বা মন্দ কাজ
হোকনা কেন, কেউ যদি প্রশ্ন করে,
এটা কে করেছে, জোর আওয়াজেই বলি
আমি,, ভালো কাজে গর্ব আর
মন্দ কাজে লজ্জা দু'ই থাকে "আমি" মাঝে।


আমার,, কেউ যদি বলে ওটা বা এটা কার
একটা আত্ম অহংকার চলে আসে
আমার মাঝে
আমি'ই চেঁচিয়ে বলি "আমার"।


আমাকে,, যখন কেউ সাহস দেয়,
যখন কেউ দায়িত্ববান ভাবে,
যখন বিশ্বাসী মনে করে "আমাকে"
সত্যি খুব গর্ব হয় তখন।
আর প্রশ্নটা থাকে আমার দিকেই
আমি কি সত্যি অতটা সম্মানের যোগ্য
যতটা "আমি" "আমার" "আমাকে" করি।


৩১/১০/২০১৭