বাউলা কথা.......
ডলি পারভীন


কবি হওয়ার ইচ্ছে জাগে
কবি আমি নই,
গুরুজনের কবিতা পড়ে
নির্বাক চেয়ে রই।


লিখতে গেলে হাতটি কাঁপে
ভাবতে গেলে মন
কেমন করে করবো রে ভাই
কবিতার যতন।


কবিতা তো শব্দমালা
সুর দিলে হয় গান,
শব্দমালা ছুটোছুটি
যেন কবিতার প্রাণ।


শব্দগুলো হাওয়ায় উড়ে
ধরতে গেলেই নাই,
এলোমেলো লিখেই আমি
কবি হলাম ভাই।


অত বড় নইরে আমি
অত বড় নই,
সবাই যখন ডাকে কবি
অবাক তখন হই।


আমি ভাই পাঠক হব
নয়ত কবির যোগ্য,
তোমরা যা দাও ভালোবেসে
এটাই পরম ভাগ্য।


৭/১১/২০১৭। সময় সন্ধ্যা ৭:৫০