আম পাঁকে কাঁঠাল পাঁকে
বৈশাখ মাসের গরমে,
সেই গরমে মানুষ পাঁকে
লজ্জা ভুলে চরমে।


লিচু পাঁকে জাম পাঁকে
আরো পাঁকে  তাল,
গরমে ঝলসে গেছে
বকুল গাছটার ডাল।


সূর্য মামা রোজ আসে
আকাশটা তাতিয়ে,
শিশু কিশোর গায় গান
আয় বৃষ্টি ঝাপিয়ে।


গরমে ছেলে মেয়ে  
ঘামে ভিজে অস্থির,
কাঠ ফাটে গরমে
মাটি ফেটে চৌচির।


ছেলে মেয়ে দেয় ঝাপ
একসাথে নাইতে, (গোসল)
পাল্লা ধরে ডুব দেয়
কে কার চাইতে।(বেশি)


খাবারে স্বাদ নেই
থাকে না তো শান্তি,
আয় বৃষ্টি আয় জোরে
ভুলে যেতে ক্লান্তি।


১৩/৬/২০১৯ সময় ৮:১৩