কবির ভাষা চিরকাল শিশুসম,
তারা কখনো অহংকারী হয়না,
তারা সব বয়সের মানুষের সাথে চলতে পারে,
তারা ঝগড়া পছন্দ করে না
তাদের নিজস্ব আলাদা একটা ভুবন থাকে
যেখানে সে সব কিছু করতে পারে,
কবি নিজে নিজেই কথা বলে,
কবি নিজের কথার চাইতে কবিতার কথা ভাবে বেশী।
কবির সকলের তরে মায়ামি,
যদিও কখনো রাগ করে তা খুব অল্প সময়ের জন্য,
আর সবচেয়ে বড় কথা কবি বড় বেশী অভিমানী।
ছোট ছোট অভিমান থেকেই কবির কলম চলে অবিরত।