মন : যাবি?
আমি : কই নিবি?
মন : দেখি কই যাওয়া যায়।
আমি : চল তুই, কোথায় নিবি।
আমার তো পথ নাই আমি শুধু পেছনে হাটি।
মন : এখন থেকে সামনে চলবি।
আমি : পারবো না রে।
মন :কেন?
আমি : তোকে যে খুব বিশ্বাস করি।
মন : কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে নাই।
আমি : বিশ্বাসেই তো বেঁচে থাকে হাজারো সম্পর্ক।
মন : বিশ্বাস ভেঙ্গে গেলে তোর মৃত্যু হবে।
আমি : যদি তা-ই হয়, তবে একটা জীবন না-হয় কারো প্রতারণায় শেষ নাম পাক মৃত্যু।
মন : তাই বলে সেচ্ছায় মৃত্যুবরণ?
আমি : হোক না ক্ষতি কী?
মরতে তো হবেই যদি তিলেতিলে মরে মৃত্যুটাকেও উপভোগ করা যায়।
মন : তুই আসলেই একটা পাগল!
আমি : তাইতো আমার কোনো কষ্ট নেই।


৩/১২/২০১৯ সময় ১:৪৮