সকালবেলা কৃষক ছোটে
লাঙল হাতে নিয়া,
ধানের বীজ রোপণ করে
সারি সারি দিয়া।


কোমরে গামছা হাতে কাচি
দলে দলে ছোটে,
পাকলে ধান খুশির বান
কৃষক ভাইয়ের ঠোঁটে।


কার্তিক মাসে হালকা হাওয়া
শীতের আবেশ ছড়ায়,
এমন বাতাস থাকতো যদি
গ্রীষ্মকালের খরায়।


ঘরে ঘরে নতুন ধানের
মিষ্টি মধুর ঘ্রাণ
পিঠা পুলির আয়োজনে
মেতে ওঠে প্রাণ।


সোনার দেশের সোনার ছেলে
মিষ্টি মুখের হাসি,
একের তরে সকলেই তাঁরা
থাকেন পাশা-পাশি।


হরেক রকম পিঠার ধুম
সবার ঘরেই থাকে,
কিষাণীরা আনন্দেতে
নবান্নকে ডাকে।


শিশু কিশোর জোয়ান বুড়া
মুখে সবার হাসি,
গর্ব করে বলছি আমি
বাংলা ভালোবাসি।


১/১১/২০১৮ সময় সকাল ৭:২০