অশান্ত মন তোমার কাছে প্রেম ভিখারির
মতো'ই হাত পাতে, তুমিও ঠিক ভিখারি ভেবেই তাড়িয়ে দাও। তবুও রাত্রি জাগরণে তোমার অপেক্ষায় থাকে নেত্রযুগল,তোমার দেখা তবুও মিলেনা।
আমি অভিমানে, ছলছল নয়নেই ফিরে আসি।


তুমি অবজ্ঞা আর অবহেলার ছলেই আমাকে বুঝিয়ে দাও আমি তোমার আপন কেউ নই।
পৃথিবীতে হাজারও মানুষ আছে যাদের এমন একটা সম্পর্ক আছে অথচ সে সম্পর্কের কোনো নাম থাকে না, আমিও ঠিক তোমার ভুবনে তেমনি একজন।


যা'কে নাম দেয়ার কোনো উপায় তোমার জানা নেই, আমিও জানিনা কি নাম দেবো তোমাকে, তবুও হৃদয়ের গহীনে , যেখানে প্রাণপাখি ছটফট করে ঠিক সেখান থেকেই একটা নাম, আমাকে চিৎকার করে ডেকে বলতো, তোমাকেই বলি,"মন"


আমি ঠিক সে নামেই, যেমন "মন" বলেই তোমাকে ডেকেছি। কই তখন তো বলনি আমি তোমার পর, যেখানে আপন মানুষ থাকে, তোমার সেখানে আমার জায়গা হবেনা বলে দিলেই পারতে।
আচ্ছা " মন " বলতো যা'কে তাকে কি মন বলে ডাকা যায়?


তুমি কেন বুঝতে চাওনা তুমি ছাড়া আমি কতটা একেলা। অভিমান করে আর কতটা দূরে রাখবে, ফিরে এসে দ্যাখো আগের মতো নেই আমি।
অনেকটা বদলে গেছি, সেই পাগলামি ও আর নেই, কেন বলতে পারো? সবটাই তোমার অবদান, তুমি'ই আমার বদলে যাওয়ার কারণ।


৬/১১/২০১৭---  সময় ৭:৫০