বিশ্বাস করো, তোমার যেমন কষ্ট হয়।
ঠিক তেমনি আমারো খুব কষ্ট হয়,
যখন তুমি আমাকে কাছে ডাকো আর আমি
মুখ ফিরিয়ে নেই, ঠিক তখনই, সত্যি খুব কষ্ট হয়।


তুমি তো জানো না কেমন লাগে নিজেকে বেঁধে রাখতে,
কেমন করে চোখের জল লুকাই প্রতিক্ষণে,
কেন অবলীলায় বলে যাই “না”
তুমি বিশ্বাস করো আমার নিজেকে আড়াল করতে খুব কষ্ট হয়।


বিশ্বাস করো আমার খুব কষ্ট হয়,
তুমি কী জানো না অদৃশ্য শেকলে মানুষ বন্দি থাকলে
সে শিকল ভাঙ্গার ক্ষমতা নেই।
তুমি তো জানো না ভালোবাসা এমন এক শক্তি
যা এড়িয়ে চলা সাধ্য এ পৃথিবীর কারো নেই
আর আমি, আমি তো এক ভিখারি মাত্র যার ঘড়া শূন্যই থাকে
যে চাইলেই পারেনা সমুদ্রস্নান করতে।


বিশ্বাস করো আমার সত্যি খুব কষ্ট হয়,
যখনি তুমি বলো ভালোবাসি আর আমি ঠিক তখনি নির্বাক হই,
জানি না কী ভালোলাগা ছুঁয়ে যায়, তবুও আমি পালিয়ে বেড়াই,
তখনো আমার কষ্ট হয় ,খুব কষ্ট হয়।


বিশ্বাস করো, আমার কষ্ট হয় নিজের রক্তকণিকা চিৎকার করে
সারা অঙ্গে আমি তখনো নিশ্চুপ থাকি
ঠিক তখুনি, হ্যাঁ তখনো আমার কষ্ট হয়।
কিন্তু তুমি তা বোঝো “না”…


২৮/১২/২০১৮ সময় সন্ধ্যা ৬:৪২