এক গাঁয়ের এক পাগলী মেয়ে,
নাম ছিল তার পরী,
পরী যখন রাগে তখন
পাড়ার সবাই চুপ।


একদিন পরী রাগ করেনি,
কান্না করছে ভীষণ,
তাইনা দেখে অবাক সবাই,
কি হলো কি ভাবনা শুরু তখন।


রাগলে পরী দারুণ লাগে,
কান্না চোখে নয়,
কে দিলো তার সরল মনে
অমন কঠিন ভয়।


সবার মনে এক'ই প্রশ্ন,
উত্তর খুঁজে না পাই,
ভয়ে ভয়ে একাই আমি
পরীর কাছে যাই।


আমায় দেখে পরীমনি,
কাঁদল আরো, চক্ষু ছলছল,
পরীমনির কান্না দেখে
আমারও চোখেও জল।


আমিও কাঁদি পরীও কাঁদে,
ঘরে কান্না রূপ,
আমার কান্না দেখে পরী
হঠাৎ হলো চুপ।


অবাক চোখে দেখে আমায়,
মুখটি চেপে হাসে,
আমিও অবাক চেয়ে থাকি
ভাবছি আবার দেখলো কি না
কেউ আশেপাশে।


বলছি তাকে কি হয়েছে?
আমায় খুলে বলো,
মনের যত ব্যথা আছে
আমার কাছে খোলো।


হাতটি ধরে কানের কাছে
বলল আমায় সে,
পরী নাকি দুষ্টু ছেলের,
প্রেমে পড়েছে।


কি বলব পাইনা খুঁজে
আমিও দিলাম হেসে,
বলছি পরী মরেছিস তুই
কা'কে ভালোবেসে।


মরছে পরী, পড়ছে প্রেমে,
কাউকে ভালোবেসে;
ভালোবাসা- না হয় খাসা
যাবে পরী ফেঁসে।


২৭/১০/২০১৭