রাতের চাদর গায়ে
ঘুমন্ত শহর,
ঝিঝি পোকার শব্দ
পাতা নড়বড়।


রাত জাগা চাঁদ নিয়ে
তারার মেলা,
ঘুম পরী পালিয়েছে
সাথে অভ্র ভেলা।


আমিও জেগে আছি
চারিদিক শান্ত,
নির্ঘুম রাত কাঁটে
নই তবু ক্লান্ত।


আরো আছে হাক ডাকা
দূরে এক প্রহরী,
থেকে থেকে হাক ছাড়েন
ঘুমন্ত নগরী।