মধ্যরাতের সকল নীরবতা ভেঙ্গে সে আসবে, শিহরিত হবে চঞ্চল আঁখি,
মনের হরিণ ছুটে যাবে দিক-বিদিক,
কাঁপন উঠবে ওষ্ঠদ্বয়ে।


সে আসবে আমাকে জাগাতে,
তাঁর সাথে হবে জ্যোৎস্না স্নান,
তার হাতে হাত রেখেই পাড় হবো
একটা ঘুমন্ত শহরের অলিগলি।


সে চোখে চোখ রাখবে ছুঁয়ে দেবে অধরে,
প্রেমানন্দ ছেয়ে যাবে দেহমনে,
তাঁর আগমনে প্রকৃতি মিশে একাকার হয়ে যাবে,
সে প্রেমানন্দে আমিও দুলবো তাঁর বাহুডোরে।


১৩/১০/২০১৮