তোর আমার নাকি অন্তরের মিল,
তুই বলেছিলি সে কথা।


আজ কেন, আমায় প্রতিদ্বন্দ্বী ভাবিস,
অন্তরে দিস ব্যথা।


আমি তো আমার প্রেরণা ভাবি,
তাইতো লিখি তোর'ই মতো।


তুই কেন,তবে কাটার আঘাতে,
অন্তরেতে করিস ক্ষত?


এর'ই নাম কী ভালবাসা
বলতো সখি বল,
কেমন করে আনতে পারিস
যাদুর চোখে জল।


আমি কি তবে ভেবে নেবো
মুখেই তোর মধু,
মুখেমুখেই বলিস শুধু
অন্তরে নেই যাদু।


শুভকামনা তোরই তরে,
ভালো থাকিস তুই,
এখন থেকেই ভাববো আমি,
তুই আর আমি দুই।


১৩/১২/২০১৭ সময় দুপুর ১২:১৫