অনেকদিন ধরেই ভাবছি তোমায় নিয়ে কিছু লেখার, শিরোনামে কি লিখবো বুঝতে পারছিনা।
কাব্য সে তো সবাই লেখে, দু'চার লাইন ছন্দ মেলালেই কী কবিতা হয় বলো?


এই শ্রাবণ ঘনবরষায় তুমি এলে
হৃদয়ের বাতায়ন খুলে দেখি তোমাকে,
তুমিও তেমনি করেই তাকিয়ে ছিলে
তুমিও কী দেখছিলে শুধুই আমাকে?


প্রিয়,
বলতো, এই কাব্যরসে কী তোমার মন ভিজবে?
তুমি কত নামকরা কবি,
কত নাম শুনেছি তোমার লোকমুখে। তোমাকে তো কল্পনায় ধারণ করেছি বহুবার, আবছায়া ছিল তোমার মুখচ্ছবি, তবুও সাজিয়েছি মনের মত করেই।
আমাকে দেখে কটুক্তির হাসি হেসো না যেন, জানো,
তোমারি ভাবনায় থাকি আজকাল,
কে তুমি, কে?
সব সময় থাকো ছায়ার মত আমার পাশে। তোমার ভাবনাতে বিভোর থাকি, কখন যে সকাল হয়, কখন রাত, কখন গোসল করবো, কখন খাবো, এমনকি কখন চুলগুলো গুছিয়ে নেব আমি দিব্যি সে কথা ভুলে যাই।
কোনা কিছুর খেয়াল থাকেনা।
তুমি হঠাৎ অই অবস্থায় আমাকে দেখলে আবার পাগল ভেবোনা যেন।
কি করব বল, আজকাল তুমি নামক একটা উইপোকা সারাক্ষণ মাথার ভেতর ঘুরঘুর করে যে।


আচ্ছা আমার কথা ছাড়ো নাহয়,
তোমার কথা বলো।
কি মনে করে এলে আজ এপথে?
নাকি তোমার কাব্যরা আজ লুকায়িত,
নাকি ভুল করেই মনে পড়লো আমাকে?  জানো তো আমি তোমার কবিতার শিরোনামে যখন দেখি নিজের নাম,
অবুঝ মনের অজান্তেই দু'ফোটা জল গড়ায়। আবেগে আপ্লুত হয়ে যাই, আমি!
আমি কেমন করে তোমার কবিতার শিরনামের আসতে পারি,
সে সৌভাগ্য আমার কী আজও আছে?
আমি জানিনা আমার ভাবনাগুলো তোমায় স্পর্শ করে কিনা,
যদি অনুভব কর আমায়,
তবে বুঝে নিয়ো আমি ভালোবাসি তোমায়।