বিরহ যন্ত্রণায়
ডানাকাটা পাখি আমি,
আমার উড়তে মানা।
নিঃশ্বাস নিতেও কষ্ট হয়
আপন ঘরে'ই যেন
বন্দী জীবন ।
মুক্তির পথ খোঁজে,
কোথায় আছে মুক্তি?
মুক্তি কি আছে মরণে,
নেই নেই নেই
পালাবার পথ।
বিবেক জাগ্রত
ক্ষণে ক্ষণে করে প্রশ্ন
বিবেকের তাড়নায়
প্রশ্ন শুধুই প্রশ্ন,
যা কিছু ছিল
অবান্তর চাওয়া
সব কিছুই আজ "ভুল"