মরার আগে:
দুনিয়াকা মজা লে লো
এই জীবনেই শেষ,
এর পরে আর জীবন নামের
থাকবে না তো লেশ।


এই জীবনে ফূর্তি কর
নাচো এবং খাও,
যখন তখন যেমন ইচ্ছে
তেমন করে যাও।


মজা কর ফূর্তি কর দোষ
কোনো নেই তাতে,
নারী পাবে,গাড়ী পাবে
টাকাও পাবে হাতে।


মরার পরে নাচতে গাইতে
পারবে না তো আর,
এইতো সুযোগ এইতো সুযোগ
দিও না গো ছাড়।


শয়তানের মন্ত্রণা শুনে
জীবন হলো শেষ,
মারা গেলেও ওই দুনিয়ায়
শান্তি নেই এক লেশ।


মরার পরে:
হায় রে প্রভু ভুল করেছি
পাপ করেছি হায়,
আর একটিবার দয়া করে
সুযোগ দাও আমায়।


আর একটি বার সুযোগ যদি
আমি পেয়ে যাই,
ধরায় গিয়ে করব না আর
ধানাই-পানাই।


কিন্তু হা রে তখন কোনো
লাভ নেই রে বলে,
জীবনে যা সময় ছিল
সব গিয়েছে চলে।


প্রভু বলবেন কি লাভ এখন
এসব বলে বলো?
সময় অনেক দিয়েছিলাম
এখন কি লাভ হলো।


সময় থাকতে মানুষ জাতি
ঈমান আনো খাঁটি,
নইলে তোমার দুই দুনিয়া
হবে পুরো মাটি।