আমি হলাম মশা,
আমার জন্য রাত-দুপুরে যায় না কোথাও বসা।
কেউ কি আমায় চেনো,
আমি মশা এই নামটা সবাই কিন্তু জেনো।
আমি যখন সুযোগ পাই,
মানুষ সহ সবার রক্ত একটু করে খাই।
মানুষ আমায় ধরতে পারে না,
কােনো কিছু করতে পারে না।
সবাই শুধু আমাকে দেয় গালি,
আমি তাদের রক্ত খেয়ে হজম করি খালি
মাঝে মাঝে আমার জন্য ডেঙ্গু জ্বরও হয়
আমায় তখন সবাই দেখে পায় যে ভীষণ ভয়।
মানুষ সহ গরু বাছুর সবার রক্ত খাই,
এক ফ্লেভারে মন ভরে না সকল ফ্লেভার চাই।
কেউ আমাকে মারতে পারে না
আমি কিন্তু মশা দাদা কাউকে ছাড়ি না
কেউ বা বসে বসে ঘুমায়
কেউ বা আবার শুধু ঝিমায়
আমি তখন সুযোগ বুঝে একটি কামড় দেই
আমার একটি কামড় খেয়ে আর চোখে ঘুম নেই।
আমি গায়ে হাওয়া দিয়ে ঘুরি,
যখন তখন কামড় দিয়ে পালাই আমি উড়ি।
আমি কিন্ত পুরো পুরি মানুষ মারি না,
তবুও যদি সুযোগ পাই কাউকে ছাড়ি না
তাই হলো ভাই আমার নামটা মশা,
আমার জন্য রাত দুপুরে যায় না কোথাও বসা।